Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

০১হাবিবুল্ল্যাহ বাহার চৌধুরী,যিনি ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্টের স্বাস্থ্য মন্ত্রি ছিলেন।যার নামে ঢাকারহাবিবুল্ল্যাহ বাহার কলেজের নাম করন করা হয়।তার জন্ম স্থান গুতুমা গ্রামে।

০২))শামছুন নাহার মাহমুদ,যিনি কবি ও সাহিত্যিক ছিলেন।তার নামে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের নাম করন করা হয়েছে।তার জন্ম স্থান গুতুমা গ্রামে।

০৩)খান বাহাদুর আব্দুল আজিজ,যিনি বভত্তর নোয়াখালীর প্রথম বিএ পাশ ছিলেন।ব্রিটিশ সময়ে তিনি স্কুল পরিদর্শক ছিলেন।খান বাহাদুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় তার নামে নাম করন করা হয়।তার জন্ম স্থান গুতুমা গ্রামে।

০৪)শমসের গাজী,যিনি খন্ডল পরগনার জমিদার এবং স্বাধীন রাজা ছিলেন।

০৫)গুনাগাজী মজুমদার,যিনি ১৮৭৬-৭৭ সালে উর্কি দস্যুদের দমন ও বিতাড়ন করে এলাকার শান্তি প্রতিষ্ঠা করেন।তার জন্মস্থান কোলাপাড়া গ্রামে।

০৬)যুগেষ চক্রবর্তি,যিনি পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।তার জন্ম স্থান অলকা গ্রামে।

০৭)সেনাপতি নাথ,যিনি বিপ্লবি বিনোদ বিহারীর সহযোদ্বা ছিলেন।ব্রিটিশ বিরোধী আন্দোলনের এ মহান নেতার জন্ম অন্তপুর গ্রামে।

০৮)জাহাঙ্গীর খন্ডলী,যিনি রাজনীতির কিংবদন্তি পুরুষ।তার জন্ম চন্দনা গ্রামে।

০৯)আমিনুল করিম মজুমদার খোকা মিয়া,যিনি পরশুরাম কলেজের প্রতিষ্ঠাতা এবং পরশুরাম উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।তার জন্ম স্থান সলিয়া গ্রামে।

১০)পরশুরাম চৌধুরী,যিনি সামন্ত জমিদার ছিলেন।যার নামে পরশুরাম উপজেলার নাম করন করা হয়।

১১)বাশারত উল্ল্যাহ আলী সাহেব।তিনি কালিকাপুর বাশারত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় এবং বটতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

১২)ফরিদ উদ্দিন আহমেদ,তিনি বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক ছিলেন।তার জন্ম স্থান আশ্রাফপুর গ্রামে।

১৩)এ বি এস সফদার ,তিনি সাবেক সচিব,পুলিশের মহা পরিদর্শক এবং এন এস আই এর সাবেক মহাপরিচালক ছিলেন।তার জন্ম আশ্রাফপুর গ্রামে।

১৪)মৌলভী বেলায়েত হোসেন,যিনি পরশুরাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।

১৫)ফকির মমতাজ উদ্দিন আহমেদ চৌধুরী,তিনি পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং রাজনীতিবিদ ছিলেন।তার জন্ম কোলাপাড়া গ্রামে।

১৬)সারদা মজুমদার,তিনি সামন্ত জমিদার ছিলেন।তিনি ফেনী কলেজ এবং পরশুরাম কলেজের জন্য জমি এবং অর্থ দান করে ছিলেন।