Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরশুরাম উপজেলার পটভূমি

পরশুরাম উপজেলা :

 

থানা সৃষ্টি :GOVT NOTIFICATION NO- PUBLISHAT IN CALCUTTA GAZED G.O NO- 2230. DT – 07-05- 1879 ইং মোতাবেক পরশুরাম থানা গঠিত হয়।

 

পরবর্তীতে থানাকে উপজেলায় রুপান্তর করা হয়। ০২/০৭/১৯৮৩ ইং Local Govt. Division Section- viii. Notification No-S-viii/2E-4/83/256 DT. 22.06.1983 মোতাবেক।

 

 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এই উপজেলার উত্তরে ভারত, পূর্বে ভারত, পশ্চিমে ভারত, দক্ষিণে ফুলগাজী উপজেলা।


উপজেলার নামকরণ :পূর্বে এই উপজেলার বাউরপাথর গ্রামে পরশুরাম চৌধুরী নামে এক হিন্দু বিত্তবান ব্যক্তি ছিলেন। তাহার নামানুসারে এই উপজেলার নাম পরশুরাম উপজেলা নামকরণ করা হয়।

ভৌগোলিক পরিচিতি :উত্তর অক্ষাংশের ২৩° ১০´ এবং ২৩° ১৭´ এর মধ্যে ৯১° ২৩´ এবং ৯১° ৩১´

 

দশনীয় স্থান :ক) শমসের গাজী দিঘী, সাতকুচিয়া, বক্সমাহমুদ ইউ.পি.।

                   খ) জংলী শাহ মাজার, উত্তর গুথুমা, পরশুরাম পৌরসভা।

                   গ) আবদুল্লাহ শাহ মাজার, উত্তর গুথুম, পরশুরাম পৌরসভা।

                   ঘ) বিলোনিয়া স্থল বন্দর, বাউরখুমা, পরশুরাম পৌরসভা।